Site icon suprovatsatkhira.com

বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইলসহ পাসপোর্ট যাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি: যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা পোর্টথানাধীন সাদিপুর গ্রাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইলসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে।
২২ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুর ৩টার সময় বেনাপোল পোর্টথানাধীন সাদিপুর গ্রাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইলসহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বেনাপোল ক্যাম্পের কোম্পানী কমন্ডার সুবেদার মিজানুর রহমানের নেতৃত্ব অভিযান চালিয়ে ভারতীয় উন্নতমানের ৩৩ পিস মোবাইলসহ আরিফ হোসেন (৩৫) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়। তার পাসপোর্ট নং- বি ডাব্লিউ-০৪২০৩০৯। আটক আরিফ ঢাকা জেলার দক্ষিণ কেরানিগঞ্জ থানার ফজলুল হকের ছেলে। আটককৃত ভারতীয় মোবাইলের আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ৩০ হাজার টাকা বলে বিজিবি জানায়।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, বেনাপোল পোর্টথানাধীন সাদিপুর এলাকা থেকে ৩৩ পিস ভারতীয় মোবাইলসহ আরিফ হোসেন নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়েছে। আটককৃতকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version