ফেব্রুয়ারি ২২, ২০১৯
বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় ভাষা শহিদদের স্মরণ
ডেস্ক রিপোর্ট: জেলায় বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ পালিত হয়েছে।
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাষা দিবসে নানা আয়োজন
চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুস শাহাদাৎ নফর বিশ্বাস, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাবেক সভাপতি আব্দুল ওহাব, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমুখ। উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন, সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. বিষ্ণুপদ বিশ^াস, প্রকৌশলী মোমিনুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বাশার, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, সমবায় কর্মকর্তা আকরাম হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। এছাড়া ছাত্র-ছাত্রীদের রচনা, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তব্য, কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, কবিতা আবৃতি, রচনা প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
8,570,588 total views, 9,293 views today |
|
|
|