Site icon suprovatsatkhira.com

বিজিবির অভিযানে ৮ কেজি রৌপ্যসহ ফেনসিডিল ও মদ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: আট কেজি ভারতীয় রৌপ্যসহ ফেনসিডিল, মদ এবং বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টায় হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল মাদরা সীমান্তের পশ্চিম শশ্মানঘাট এলাকায় অভিযান পরিচালনা করে আট কেজি ভারতীয় রৌপ্য আটক করে।
একই সময়ে চান্দুরিয়া বিওপি‘র টহল কমান্ডার হাবিলদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল সীমান্তের কাতপুর শশ্মানঘাট এলাকায় অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় এমসি ডোয়েল্স মদ আটক করে। একইদিন রাত আড়াইটায় কাকডাংগা বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল সীমান্তের গাড়াখালী এলাকায় অভিযান চালিয়ে ৭৬ বোতল ভারতীয় ফেনসিডিল এবং সাড়ে ৬টায় সীমান্তের দক্ষিণ ভাদিয়ালী এলাকায় অভিযান চালিয়ে ০১ বস্তা ভারতীয় চাপাতা আটক করে।
অপরদিকে, ভোর চারটায় ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে সীমান্তের মাধবকাঠি এলাকায় অভিযান চালিয়ে ২ কার্টুন ভারতীয় মালামাল আটক করে।
সকাল সাড়ে ৭টায় কুশখালী বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. ওমর আলীর নেতৃত্বে সীমান্তের শূন্য বলফিল্ড নামক স্থানে অভিযান চালিয়ে ১৪ বোতল ভারতীয় বাংলা মদ আটক করে।
একইদিন বিকাল ৩টায় কুশখালী বিওপি’র টহল কমান্ডার নায়েক মো. শাহাদৎ হোসেনের নেতৃত্বে সীমান্তের বাঘমারী রাস্তায় অভিযান চালিয়ে ০২ বোতল ভারতীয় বাংলা মদ আটক করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version