Site icon suprovatsatkhira.com

বালু ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিককে জরিমানা

রাইয়ান সাকিল: ছাউনিবিহীন খোলা জায়গায় খাদ্য উৎপাদন ও মূল্য তালিকা না থাকা এবং অবৈধভাবে পৌরসভার স্থান দখল করার অপরাধে বালু ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ ও শহরের বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ও ইন্দ্রজীত সাহা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে এই জরিমানা করেন।
এ প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, ছাউনিবিহীন খোলা জায়গায় খাদ্য উৎপাদন ও মূল্য তালিকা না থাকায় ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারা অনুযায়ী সুলতানপুরের বাবলু গাজীর ছেলে রেস্তোরাঁ মালিক নাজমুল হোসেনকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, ম্যাজিস্ট্রেট ইন্দ্রজীত সাহা বলেন, অবৈধভাবে পৌরসভার স্থান দখল করার অপরাধে ২০০৯ সালের স্থানীয় সরকার (পৌরসভা) আইন এর ১০৮ (৭) ধারায় কাটিয়ার শওকত আলীর ছেলে বালু ব্যবসায়ী জহুর আলীকে পাঁচশঁ টাকা জরিমানা করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version