Site icon suprovatsatkhira.com

বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

ডেস্ক রিপোর্ট: ‘ইশারা ভাষা সকলের অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা ইশারা ভাষা দিবস-২০১৯ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে শহরের পোস্ট অফিস মোড় থেকে র‌্যালিটি বের হয়ে অফিসার্স ক্লাবে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক হারুন অর-রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার উপপরিচালক দেবাশিস সরদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. হাবিবুর রহমান, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নবজীবনের প্রতিনিধি ডি.এম কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক মো. হাবিবুল্লাহ, ঋশিল্পী বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিবেশনায় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রবেশন অফিসার মো. মিজানুর রহমান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version