Site icon suprovatsatkhira.com

পুলিশ পরিচয়ে ছিনতাইকারীকে ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

যশোর প্রতিনিধি: যশোর কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ অপূর্ব হাসান পুলিশ পরিচয়দানকারী ছিনতাইকারীকে ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। যশোরের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় তিনি এ ঘোষণা দিয়েছেন।
কোতয়ালি মডেল থানা পুলিশের সবক’টি দল পুলিশ পরিচয়দানকারী চক্রকে ধরার জন্য মরিয়া হয়ে উঠেছে। রবিবার সন্ধ্যায় যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া ব্যাটারীপট্টি এলাকার সাবেক সেনা বাহিনীর সদস্য হাফিজুর রহমানের কলেজ পড়ুয়া ছাত্র শাহরিয়ার আলম রাব্বি কোতয়ালি মডেল থানায় সাধারণ ডায়রি করেছেন। তিনি ডায়রিতে তার মোবাইল চুরির কথা উল্লেখ করলেও প্রকৃতপক্ষে শনিবার বিকেলে নাজির শংকরপুর শেখ হাসিনা আইটি পার্কের কাছে পুলিশ পরিচয় দু’জন দূবৃর্ত্ত জনগণের সামনে শাহিরয়ার আলম রাব্বির গতিরোধ করে। পরে তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে রাব্বিকে মারপিটের একপর্যায় তার কাছে থাকা ২৯ হাজার টাকা মূল্যের অপ্পো মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় রাব্বি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পুলিশ পরিচয় ওই দু’যুবক নিজেদের রক্ষার জন্য জনসাধারণকে জানান, এই ছেলে অপরাধী না হলে তাকে ছেড়ে দেয়া হবে। তারা পুলিশের হ্যান্ডকাপ মাজায় প্রদর্শন করলে স্থানীয় জনগণ পিছু হটে। পরে সুযোগ বুঝে ওই দু’যুবক তাদের ব্যবহৃত মোটর সাইকেল দ্রুত চালিয়ে সটকে পড়ে।
এছাড়া, শহরের এমএম কলেজ খড়কী এলাকায় পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ইদানিং একটি চক্র জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতয়ালী থানার কথিত সিভিল টিমের সুযোগকে কাজে লাগিয়ে তারা বিচ্ছিন্নভাবে পুলিশ পরিচয়ে ছিনতাই কাজে মেতে উঠেছে। পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের খবরে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ অপূর্ব হাসান, পুলিশ পরিদর্শক সামসুদ্দোহাসহ পুলিশের সবক’টি টিম সোচ্চার হয়ে উঠেছে। তারা পুলিশ পরিচয় দুই দূবৃর্ত্তকে সনাক্ত করতে কাজ করছেন। ইতিমধ্যে তাদের ছবি সংগ্রহ করেছেন শহরের বিভিন্ন পয়েন্টে সিসি টিভির মাধ্যমে। তাদেরকে যে কোন সময় গ্রেফতারের আওতায় আনা হবে বলে অফিসার ইনচার্জ অপূর্ব হাসান সাংবাদিকদের জানিয়েছেন। একইসাথে ওই দুই দুর্বৃত্তকে ধরিয়ে দিতে পারলে তাদেরকে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version