Site icon suprovatsatkhira.com

পাটকেলঘাটায় বিনা সরিষা-৪ এর মাঠ দিবস

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় বিনা সরিষা-৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকূল কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে নগরঘাটা ইউনিয়নের মঠবাড়িয়া আহলে হাদিস মসজিদ সংলগ্ন মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা আল-আরাফাত তপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা নূরুল ইসলাম। বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুম সরদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট গোপালগঞ্জ ফার্ম ম্যানেজার আলমগীর হোসেন, কৃষক আব্দুল আজিজ, শহিদুল ইসলাম, নূর ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বিনা সরিষা-৪ জাত ৮০-৮৫ দিনের মধ্যে ফসল ঘরে তোলা যায় এতে খরচও কম। এটি কৃষকের লাভবান হওয়ার মত ফসল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version