নাজমুল হক, পাটকেলঘাটা: পাটকেলঘাটায় বাণিজ্যিকভাবে দেশি জাতের গাঁদা ফুলের চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন কৃষক গোলাম মোস্তফা।
সরেজমিনে গিয়ে জানা যায়, চলতি মৌসুমে প্রথমবারের দুই বিঘা জমিতে দেশি জাতের গাঁদা ফুল চাষ করেন পাটকেলঘাটার পাঁচপাড়া গ্রামের কৃষক গোলাম মোস্তফা। আর প্রথমবারেই সাফল্যের মুখ দেখেছেন তিনি।
তিনি জানান, দুই বিঘা জমিতে ফুল চাষাবাদে ফুলের কাটিং, সেচ, চাষাবাদ এবং ছত্রাক নাশক ব্যবহার করতে সব মিলিয়ে খরচ হয়েছিল মাত্র ৬০-৭০ হাজার টাকা। এক মাসের মধ্যেই চারা গাছগুলো থেকে বেরিয়ে আসে ফুলের কুড়ি। এক-দেড় মাসের মধ্যে ফুলে ফুলে ভরে যায় তার ক্ষেত। তারপর থেকে এখন পর্যন্ত ফুল বিক্রি করে প্রায় দেড় লক্ষাধিক টাকা আয় করেছেন তিনি।
তিনি আরও জানান, গাঁদা ফুল ৪-৫ মাস স্থায়ী হয়। আগামী তিন-চার মাস তার বাগানে ফুল থাকবে এবং এ থেকে আরও ২-৩ লক্ষ টাকা আয়ের স্বপ্ন দেখছেন তিনি।
কৃষক গোলাম মোস্তফা বলেন, সাতক্ষীরার ফুল ব্যবসায়ীরা ক্ষেত থেকে ১৭০ টাকা হাজার দরে ফুল কিনে নিয়ে যায়। প্রতিদিন ২০-২৫ হাজার ফুল বিক্রি হয়। ইতোমধ্যে তার ফুল চাষ দেখে অন্যান্য কৃষকরাও উদ্বুদ্ধ হচ্ছেন। সাড়া পড়েছে জেলাব্যাপী। জেলার বিভিন্ন স্থান থেকে তার ফুলের বাগান দেখতে যাচ্ছে মানুষ।
তিনি আরও বলেন, যশোরের গদখালির মত আমরাও ফুল চাষে একদিন সুনাম অর্জন করতে পারব। সরকারি সাহায্য পেলে আগামী বছর আরো পাঁচ বিঘা জমিতে গাঁদা ফুলসহ রজনী গন্ধ্যা, জারবারা এবং গ্লাডিউলাস ফুল চাষের আশা ব্যক্ত করেন তিনি।
পাটকেলঘাটায় বাণিজ্যিকভাবে গাঁদা ফুল চাষে সফল কৃষক গোলাম মোস্তফা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/