Site icon suprovatsatkhira.com

পাইকগাছায় বৃষ্টিতে সবজি ক্ষেত, বোরো ধান ও ইটভাটার ব্যাপক ক্ষতি

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় ৩ দিনের টানা বৃষ্টিতে কয়েক হাজার বিঘার সবজি ক্ষেত, বোরো ধান, ইটভাটাসহ চিংড়ী ঘেরের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। মৌসুমের শুরুতে এ বিপর্যয়ে চরম বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট। এদিকে, বাগদার পোনা পানির দরে বিক্রি হচ্ছে।
গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস জানান, সুন্দরবন সংলগ্ন গড়ইখালী ইউনিয়ন কৃষি সমৃদ্ধ এলাকা। ৩ দিনের ভারী বৃষ্টিতে কুমখালী, বাইনবাড়ীয়া, আমিরপুর ও একাধিক গ্রামের প্রায় দেড় হাজার বিঘার তরমুজ, উচ্ছে, ঢেড়স, টমেটো, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন জাতের সবজি ক্ষেত তলিয়ে কৃষকের মারাত্মক ক্ষতি হয়েছে।
কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার জানান, অতি বৃষ্টিতে এলাকার অধিকাংশ বোরো ধানের ক্ষেত তলিয়ে গেছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ইটভাটা মালিক সমীরণ কুমার সাধু জানান, বৃষ্টিতে তাঁর কয়েক লক্ষ কাচা ইট নষ্ট হয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি ঘটেছে। তিনি আরও বলেন, উপজেলার সমস্ত ভাটা মালিকের এরকম ক্ষতি হয়েছে। চিংড়ী চাষ অধ্যুষিত উপজেলার অধিকাংশ ঘের মালিকদের সাথে কথা বলে জানা গেছে, চাষ মৌসুমের শুরুতে ভারী বৃষ্টিপাতে ঘের ব্যবসায়ীরা চরম সংকটে পড়েছেন। অতি বৃষ্টিতে পানির পিএইস উঠা-নামা করে বিধায় ঘেরের হালকা লবণ পানির স্তরে ব্যাপক মিষ্টি পনি জমা হওয়ায় পানিতে এ্যাসিটিডিটি হয়ে চিংড়ীর মৃত্যু ঘটতে পারে।
এদিকে, অতি বৃষ্টিপাতে কনকনে শীতে বিভিন্ন কোম্পানির সরবরাহকৃত বাগদার পোনা প্রতি হাজার দেড়শ থেকে ২শ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানান তনুশ্রী এন্টারপ্রাইজের মালিক বাবুরাম মন্ডল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version