Site icon suprovatsatkhira.com

নওয়াবেঁকীতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা

আশিকুর রহমান, আটুলিয়া: শ্যামনগরের নওয়াবেঁকীতে এনজিএফ এর উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন প্রতিযোগীর অংশগ্রহণে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের (এনজিএফ) বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম. লুৎফর রহমান।
প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় ছিলেন নওয়াবেঁকী ফাজিল মাদ্রাসার শিক্ষক আব্দুর রউফ, শ্যামনগর উপজেলা পরিষদ মসজিদের ইমাম এস এম. আব্দুল খালেক, শ্যামনগর থানা মসজিদ মাদ্রাসার মুফতি মুজিবুর রহমান, নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদরিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওহীদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন পরিচালক (এস এফ) এনজিএফ আলমগীর কবির, প্রোগ্রাম অফিসার আকবর হোসেন সহ দশটি মাদ্রাসার শিক্ষক মন্ডলী। অতিথিবৃন্দ ১ম, ২য় ও ৩য় স্থান উত্তীর্ণদের মাঝে পুরস্কার তুলে দেন। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে ছিলেন কর্মসূচির ফোকাল সরদার জিয়া উদ্দিন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version