Site icon suprovatsatkhira.com

দেশের দক্ষিণাঞ্চলকে অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তোলা হবে: মন্নুজান সুফিয়ান

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, দেশের দক্ষিণাঞ্চলকে অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তোলা হবে। এই লক্ষ্যে মেগা প্রকল্পের আওতায় ৩শ থেকে ৪শ মেগাওয়াট পাওয়ার প্লান্ট নির্মাণ করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মেঘনা পেট্রোলিয়ামের সার্বিক সহযোগিতায় সেনপাড়াস্থ দাউদের মাঠে পূর্ব ও পশ্চিম সেনপাড়া বস্তিবাসীকে পুনর্বাসনের জন্য চেক বিতরণ ও প্লট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর ছাইফুল্লাহ আল-খালেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মো. হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্যা জাহাঙ্গীর হোসেন, খুলনা মহানগর আ’লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আ’লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন, প্রতিমন্ত্রীর এপিএস সাহাবুদ্দিন আহম্মেদ, খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মো. শফিকুল ইসলাম।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের জেনারেল ম্যানেজার এইচ আর আখতার হোসেনের পরিচালনায় আরো বক্তৃতা করেন, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাকিল আহম্মেদ, সাধারণ সম্পাদক এফএম জাহিদ হাসান জাকির, আ’লীগ নেতা মুন্সি মনিরুজ্জামান মুকুল, মাসুদ পারভেজ সোহলে, নুরুজ্জামান ব্যাপারী, সাইয়েদুর রহমান, আবু হেনা বাবলু, শেখ আনছার আলী, মোল্যা ওমর ফারুক, জহিরুল ইসলাম পান্নু, মিজানুর রহমান রুপম, অলিয়ার রহমান রাজু, সেলিম রেজা, সুমন মুন্সি, আব্দুল হক নাহিদ, কামাল মুন্সি, মোস্তাফিজুর রহমান মানিক প্রমুখ।
উল্লেখ্য, দাউদের মাঠের ২৫৪টি পরিবারকে পুনবাসনের লক্ষ্যে উন্নত আবাসস্থলের জন্য একটি করে প্লট এবং ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হবে। প্রাথমিক পর্যায়ে ৬৫জনকে এই চেক প্রদান করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version