Site icon suprovatsatkhira.com

দেবহাটায় লাইসেন্স না থাকায় ইট ভাটা বন্ধ ও মুচলেকা আদায়

SAMSUNG CAMERA PICTURES

রাইয়ান সাকিল: ইট ভাটার লাইসেন্স না থাকায় দেবহাটার মেসার্স বিসমিল্লাহ ব্রিকস বন্ধ করে মালিকের কাছ থেকে মুচলেকা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দেবহাটা উপজেলার পুষ্পকাটি এলাকার ইটের ভাটায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার কাছ থেকে এ মুচলেকা আদায় করেন।
ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, ইট ভাটার লাইসেন্স না থাকায় দেবহাটার পুষ্পকাটি গ্রামের মৃত ওহাব আলীর ছেলে আব্দুল রব সরদারের মেসার্স বিসমিল্লাহ ব্রিকস বন্ধ করা হয়েছে। এছাড়া ভাটার কাঁচা ইট পানি দিয়ে ধ্বংস ও মালিকের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।
মুচলেকায় আব্দুল রব সরদার উল্লেখ করেন, ভাটার লাইসেন্স না পাওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ ও ভাটার কোন কাজ পরিচালনা করব না।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version