Site icon suprovatsatkhira.com

দেবহাটার ভিজিডির সুবিধা পাচ্ছে ২৫২৪ পরিবার

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের ২৫২৪টি পরিবার বর্তমান সরকারের ভিজিডি কর্মসূচির সেবা পাচ্ছে। অনলাইনে আবেদন পরবর্তী উপজেলা ভিজিডি কমিটির যাচাই-বাছাই শেষে চূড়ান্তদের মাঝে সরকারি সেবা পৌঁছে দিতে কাজ করছে কর্তৃপক্ষ।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার জানান, মহিলা বিষয়ক অধিদফতরের অধিনে ২০১৯-২০ অর্থ বছরে উপজেলার ৫টি ইউনিয়েনে মধ্যে কুলিয়ায় ৫৭০, পারুলিয়ায় ৬০০, সখিপুর ৪১৪, নওয়াপাড়া ৫৭০ এবং দেবহাটা সদর ৩৭০টি পরিবারকে চূড়ান্ত করা হয়েছে। ওই পরিবারের সদস্যরা প্রত্যেকে মাসে ৩০ কেজি হারে বিনামূল্যে খাদ্য শস্য পাবেন। বিনামূল্যে বিভিন্ন প্রশিক্ষণ ও সরকারি সুবিধা গ্রহণ করবেন। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী এনজিও সংস্থার মাধ্যমে ২শ’ টাকা হারে সঞ্চয় গ্রহণ করা হবে। যা চক্র শেষে লাভসহ ফেরত দেওয়া হবে। যারা এই সুবিধা গ্রহণ করবেন তাদের কেউই সন্তানদের বাল্যবিবাহ, যৌতুক দেওয়া-নেওয়া করতে পারবেন না। এছাড়া মানবপাচার প্রতিরোধে কাজ করবে। বিভিন্ন দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করে নিজেদের যোগ্য করে তোলা। তিনি আরো জানান, যারা নিজেদের সন্তানকে বাল্যবিবাহ দেবেন, মৃত্যুবরণ করবেন তাদের কার্ড বাতিল হবে। এছাড়া যদি কেউ তথ্য গোপন করে সে ক্ষেত্রেও তার কার্ড বাতিল হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version