Site icon suprovatsatkhira.com

দাকোপে কৃষকের মাঝে তরমুজের বীজ বিতরণ

All-focus

দাকোপ (খুলনা) প্রতিনিধি: খুলনার দাকোপ উপজেলায় চাষি পর্যায়ে উচ্চমূল্যের ফসল চাষ প্রযুক্তির ওপর রবি মৌসুমে সুইট ড্রাগন পাকিজা জাতের তরমুজ বীজ এবং সার, বালাইনাশক ও কৃষি উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের (এনএটিপি দ্বিতীয় পর্যায়) আওতায় উপজেলা পরিষদ মাঠে উপস্থিত ‘সিআইজি’ তালিকাভুক্ত কৃষকদের মাঝে এসব কৃষিসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হিরন্ময় কুন্ডু, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, ইফতেখার হোসেন, দাস বিভূতি রঞ্জন, আবু হুরায়রা, রিনা গাইন, নিহার রঞ্জন বিশ্বাস প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version