Site icon suprovatsatkhira.com

তালার চরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন

তালা প্রতিনিধি: তালায় উৎসবমুখর পরিবেশে চরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ৬৪ ভোটরের মধ্যে ৫৬ জন ভোটাধিকার প্রয়োগ করে। ৭টি পদের বিপরীতে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে তিনজন প্রার্থী একই ভোট পাওয়ায় লটারির মাধ্যমে স্থান নির্ধারণ করা হয়। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একজন প্রিজাইডিং অফিসার, ২জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২ জন পলিং অফিসার দায়িত্ব পালন করেন। তালা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
সূত্র জানায়, ৪র্থ শ্রেণির ছাত্র ঈষা দাশ ৫১ ভোট পেয়ে প্রথম, ৫ম শ্রেণির ছাত্র মিরাজ ৪৪ ভোট পেয়ে দ্বিতীয়, তৃতীয় শ্রেণির ছাত্র রিয়াজ হোসেন ৪৩ ভোট পেয়ে তৃতীয়, ৫ম শ্রেণির ছাত্রী যুথি ৪৩ ভোট পেয়ে চতুর্থ, ৪র্থ শ্রেণির ছাত্র ইমামুল ইসলাম ৪৩ ভোট পেয়ে পঞ্চম, ৩য় শ্রেণির ছাত্র রোকনুজ্জামান ৩৮ ভোট পেয়ে ষষ্ঠ এবং ৫ম শ্রেণির ছাত্রী ইশরাত জাহান বুশরা ৩৮ ভোট পেয়ে সপ্তম স্থান অধিকার করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান জানান, শিক্ষা মন্ত্রণালয় বিভাগের সকল নিয়ম মেনে এই প্রথম বারের মত উৎসবমুখর পরিবেশে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন এবং অভিভাবকরাও ভোটের মাঠে নেমেছিলেন। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছে। প্রিজাইডিং অফিসার স্কুলটির ৫ম শ্রেণীর ছাত্র বাদশা মোল্যা জানিয়েছে, সকাল ১০ টা থেকে টানা দুপুর ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version