Site icon suprovatsatkhira.com

তালার ঘোষনগরে লোকনাথ ব্রহ্মচারী শান্তি নিকেতনের ৬ দিনব্যাপী মহোৎসব শুরু ৪ মার্চ

তালা প্রতিনিধি: তালা উপজেলার ঘোষনগরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শান্তি নিকেতন ধামের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছয় দিনব্যাপী মহোৎসব শুরু হবে ৪ মার্চ। এর মধ্যে সোমবার ৪ মার্চ সারা রাতব্যাপী শিব রাত্রি ও ব্রত উদযাপন। ৫ মার্চ প্রভাত হতে সন্ধ্যা পর্যন্ত শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর বিশেষ পূজা, সৎ গ্রন্থাদি পাঠ। সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ করবেন শ্যামল সরকার। পাঠান্তে ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞের শুভ গন্ধ্যাধিবাস। ৬ মার্চ ব্রাহ্ম মুহূর্ত হতে মহানাম সংকীর্ত্তন শুরু। মহাপ্রভুর অষ্ট কালিন ভোগ আরাধনা। সেবা কার্যে শ্রী সুকদেব দাস। দুপুর ১টা থেকে আনন্দ বাজারে প্রসাদ বিতরণ। ৭ মার্চ অনুষ্ঠিত হবে মহাপ্রভুর অষ্ট কালিন ভোগ আরাধনা এবং দুপুর ১টা হতে আনন্দ বাজারে প্রসাদ বিতরণ। ৮ মার্চ প্রভাতে মহানাম বিশ্রাম। নগর কীর্ত্তন। দুপুর ১টা হতে মহাপ্রভুর ভোগ আরাধনা। মস্ত বিদায় মহাপ্রসাদ বিতরণ। সন্ধ্যা ৭টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রণামলহ সঙ্গীতে। ৯ মার্চ বিকাল ৪টায় ভগবত সভা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version