Site icon suprovatsatkhira.com

জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল আজ: সাতক্ষীরা সদরের মুখোমুখি হচ্ছে সাতক্ষীরা পৌরসভা দল

রাইয়ান সাকিল: সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কলারোয়া উপজেলাকে ৭ উইকেটে পরাজিত করেছে সাতক্ষীরা সদর উপজেলা। অপরদিকে, দিনের দ্বিতীয় সেমিফাইনালে তালা উপজেলার বিপক্ষে ৮ উইকেটে জয়লাভ করেছে সাতক্ষীরা পৌরসভা দল।
ফলশ্রুতিতে বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে সাতক্ষীরা সদর উপজেলা ও সাতক্ষীরা পৌরসভা দল।
মঙ্গলবার সকালে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পাননি কলারোয়ার ব্যাটসম্যানরা। শুরু থেকেই ব্যাটসম্যানদের চাপে রেখে উইকেট তুলতে থাকে সদরের বোলাররা। তবে চাপ সামলে প্রতিরোধ গড়তে সক্ষম হন রিমু। কিন্ত ব্যক্তিগত ৩৩ রানে শামিমের বলে বিদায় নেন তিনি। এরপর আর কোন ব্যাটসম্যান ক্রিজে দাঁড়াতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে কলারোয়া উপজেলা দল। কলারোয়ার হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন রিমু। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে তপুর ব্যাট থেকে। সাতক্ষীরা সদর উপজেলার বোলারদের মধ্যে ২৭ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন শামিম।
১২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সতর্কতার সাথে শুরু করেন সাতক্ষীরা সদরের ওপেনার রনি ও রবিউল। তবে, ব্যর্থ হন ওপেনার রনি। জাকিরের লেগ স্পিনিংয়ের ফাঁদে পড়ে আউট হন তিনি। রনি আউটের পর ক্রিজে নামেন তারেক। শূন্য রানে ফেরেন তারেকও। তবে উইকেট আগলে রেখে ব্যাট করতে থাকেন দলের আরেক ওপেনার রবিউল। ব্যক্তিগত ৩২ রানে ফিরে যান এই ব্যাটসম্যান। রবিউলের উইকেটের পর রানের চাকা সচল রাখেন মইনুল ও এনামুল জুটি। শেষদিকে চার ছক্কায় ১৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যায় সাতক্ষীরা সদর উপজেলা। ফলে ৭ উইকেটে জয়লাভ করে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠে তারা। কলারোয়ার পক্ষে ২৩ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন জাকির।
অপরদিকে, দুপুরে একই ভেন্যুতে দ্বিতীয় সেমিফাইনালে তালা উপজেলার বিপক্ষে মাঠে নামে সাতক্ষীরা পৌরসভা। টস জিতে ব্যাটিংয়ে নেমে সোহেলের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে তালা উপজেলা দল। তালার হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন রাসেল। সাতক্ষীরা পৌরসভার বোলারদের মধ্যে ৩৪ রান দিয়ে ৩টি উইকেট লাভ করেন সোহেল।
জবাবে রনি তালুকদার ও আরাফাতের ঝড়ো ব্যাটিংয়ে ১৬.১ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সাতক্ষীরা পৌরসভা দল। সাতক্ষীরা পৌরসভার পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন রনি তালুকদার। দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান করেন আরাফাত।
ফলশ্রুতিতে ফাইনালে সাতক্ষীরা সদরের বিপক্ষে লড়াইয়ে নামবে সাতক্ষীরা পৌরসভা দল। খেলায় আম্পায়ার ছিলেন মোফলুখ-উ-দ্দোজা শ্যাম্পু ও জি.এম সাইফুল ইসলাম বাপ্পি। স্কোরার আবু হাসান বাবলু।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version