যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে।
শনিবার (৯ ফেব্রয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম বলেন, ভিটামিন এ ক্যাপসুল শিশুদের রাতকানা রোগ থেকে রক্ষা করে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ভিটামিন এ শিশুদের বহুবিধ উপকার করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার কল্যাণ ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা বেগম এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. আওরঙ্গজেব প্রমুখ।
ক্যাম্পেইনে উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৩৩টি ওয়ার্ডের স্থায়ী ও অস্থায়ী ২৬৫টি কেন্দ্রে ২৭ হাজার ৬শ ৩৬ জন শিুশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/