যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী আশরাফুজ্জামান জিসানকে খুলনার দৌলতপুরের হাজি ইব্রাহিম রোডের একটি বাড়ি থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ঝিনাইদহের মহেশপুরের কমলাপুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে আশরাফুজ্জামান সিজান ১৯ ফেব্রুয়ারি বিকালে পার্শবর্তী যশোরের চৌগাছা উপজেলা শহর থেকে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে অপহৃত হয়। ২০ ফেব্রুয়ারি চৌগাছা-পুড়াপাড়া সড়কের হড়হড়িয়া খালের পাশ থেকে তার ব্যবহৃত বাই-সাইকেল উদ্ধার করা হয়। ২২ ফেব্রুয়ারি অপহরণকারীরা মোবাইলে ফোনের মাধ্যমে সিজানের পিতার কাছে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরে অপহৃতের পিতা তাদেরকে ৪৫ হাজার টাকা মুক্তিপণের টাকা পরিশোধ করে। এরপর বিষয়টি র্যাবকে জানালে মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে শনিবার রাতে খুলনার দৌলতপুরের হাজি ইব্রাহিম রোডের শেখ মতলেবুর রহমানের বাড়ি থেকে সিজানকে উদ্ধার করা হয়।
চৌগাছার অপহৃত এসএসসি পরীক্ষার্থী খুলনা থেকে উদ্ধার
https://www.facebook.com/dailysuprovatsatkhira/