Site icon suprovatsatkhira.com

চাম্পাফুলে গাছে গাছে আমের মুকুলের সমাহার

বাপ্পী সরকার, চাম্পাফুল (কালিগঞ্জ): কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে গাছে গাছে আমের মুকুল আসতে শুরু করেছে। সবুজ পাতার ফাঁকে হলুদ মুকুল যেন আলাদা আবহ তৈরি করেছে।
ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, পৌষের তীব্র শীতেই এবার গাছে গাছে গাছে মুকুল আসতে শুরু করেছে। কিছুদিনের মধ্যেই মুকুল ঝুরিগুলো প্রস্ফুটিত হবে মুকুল মঞ্জরীতে। আর গাছে গাছে মৌমাছির গুঞ্জন আর মুকুলের মৌ মৌ গন্ধে প্রকৃতিতে সৃষ্টি হবে এক নতুন ছন্দের।
রবীন্দ্রনাথের ভাষায় যাকে বলা হয় ‘ও মা ফাগুনে তোর আমের বোনের ঘ্রাণে পাগল করে’।
ইউনিয়নের কয়েক জন আম ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেছে, অন্যান্য বছরের ন্যায় এ বছর ভালো মুকুল এসেছে। আর এ বছর যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় তবে ভালো মানের ও ভালো দামে আম রপ্তানি করা সম্ভব হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version