Site icon suprovatsatkhira.com

গাড়ি চালককে জরিমানা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের সরকারি জায়গা ও ফুটপাত দখল এবং রাস্তার পাশে গাড়ি পাকিং ও লাইসেন্স না থাকায় নয় গাড়ি চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার সঙ্গীতা, পাকাপোল, রাজ্জাক পার্ক ও নারিকেল তলা সংলগ্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট একি মিত্র চাকমা ও লিখন বণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে এ জরিমানা করেন।


ম্যাজিস্ট্রেট একি মিত্র চাকমা ও লিখন বণিক বলেন, শহরে সরকারি জায়গা ও ফুটপাত দখল এবং রাস্তার পাশে গাড়ি পাকিং ও লাইসেন্স না থাকার অভিযোগে ২০০৯ সালে স্থানীয় সরকার (পৌরসভা) আইন এর ৭ ধারা অনুযায়ী গাড়ি চালক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম ও হাফিজুল ইসলামকে একশ’ টাকা এবং আব্দুল হাকিমকে দুইশ’ টাকা জরিমানা করা হয়। এছাড়া আসাদুর রহমান, সাইদ ও আনারুল ইসলামকে পাঁচশ’ টাকা এবং রমজান আলী ও দেবদাসকে এক হাজার জরিমানা করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version