Site icon suprovatsatkhira.com

খেশরার শিক্ষক আলিমুদ্দিনের ‘শিমুল পলাশের কাব্য’ একুশে গ্রন্থমেলায়

খেশরা (তালা) প্রতিনিধি: তালার খেশরা ইউনিয়নের এইচএমএস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক গাজী মো. আলিমুদ্দিন রচিত কাব্যগ্রন্থ ‘শিমুল পলাশের কাব্য’ অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে। ২ ফেব্রুয়ারি ঢাকায় একুশে গ্রন্থমেলায় এই প্রতিভাবান কবি ও নাট্যকারের বইটির মোড়ক উন্মোচিত হয়।
৫২ সালের বাংলা ভাষার জন্য আত্মোৎসর্গকারী ভাষা সৈনিক ও ৭১ এর স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে ৭৫টি কবিতার সমন্বয়ে রচিত হয়েছে এই বইটি। বইটি পাওয়া যাচ্ছে একুশে গ্রন্থমেলার ১৯৭ ও ১৯৮ নং স্টলে। এছাড়াও খুলনার গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে তার রচিত ‘মুখ আবৃতি বিতানে’।
গাজী আলিমুদ্দিন রচিত নাটক, ‘স্বাধীনতা আজো কাঁদে’ ‘কেন এই সন্ত্রাস’ ‘রাজপথের মিছিল’ ‘ধোঁকাবাজির খেলা’ ইত্যাদি এলাকার বিভিন্ন সাংষ্কৃতিক অনুষ্ঠানে একাধিকবার মঞ্চস্থ হয়েছে। গাজী আলিমুদ্দিন দুই শতাধিক কবিতা ও দুই শতাধিক গানও রচনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version