Site icon suprovatsatkhira.com

ক্রীড়া প্রতিভা অন্বেষণে বিকেএসপি’র জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই

ডেস্ক রিপোর্ট: তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই করা হয়েছে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপি’র আয়োজনে ১৭টি ইভেন্টে সাতক্ষীরা জেলার খেলোয়াড় বাছাই করা হয়।
বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএসপি’র জিমন্যাস্টিক্স কোচ ও দলনেতা আব্দুর রউফ, সাঁতার কোচ সাঈদ আহমেদ, ফুটবল কোচ আব্দুল্লাহ আল মতিন, জুডো কোচ জাহাঙ্গীর আলম রনি, ক্রিকেট কোচ ডলি দাস, শ্যুটিং কোচ জাহিদ হাসান, অ্যাথলেটিকস কোচ জয়নাল আবেদীন, বক্সিং কোচ সামির উদ্দিন, ফুটবল কোচ মো. ফারুক হোসেন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. রুহুল আমিন, কাজী কামরুজ্জামান, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মো. আলতাপ হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version