Site icon suprovatsatkhira.com

কেশবপুরে দুর্ঘটনা রোধে সড়কের দু’পাশের ঝোপ-জঙ্গল অপসারণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে সড়ক দুুর্ঘটনা রোধে স্বেচ্ছাশ্রমে সড়কের দু’পাশের ঝোপ-জঙ্গল অপসারণ কার্যক্রম পরিচালনা করছে একদল যুবক।
জানাগেছে, যশোর-সাতক্ষীরা মহাসড়কটি একটি ব্যস্ততম সড়ক। দু’টি গাড়ি ক্রসিং করলে ঝোপ-জঙ্গলের কারণে রাস্তার পাশে হাটার জায়গা থাকে না। স্কুল-কলেজ পড়–য়া ছেলেমেয়েরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত প্রধান সড়কের উপর দিয়ে চলাচল করে থাকেন। প্রতি বছরই এ সড়কে দুর্ঘটনায় বহু লোক প্রাণ হারান। ২০০৭ সালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে যশোর-সাতক্ষীরা সড়কের তালতলা নামক স্থানে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী মুন্নি খাতুন (৭)। ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর স্কুল পারাপারের সময় যশোর-সাতক্ষীরা সড়কের আলতাপোল চারের মাথা এলাকার ২য় শ্রেণির ছাত্রী মুক্তা খাতুন বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ২০১৮ সালের ২০ ডিসেম্বর একইভাবে রাস্তা পারা পারের সময় সুরাইয়া খাতুন (৭) বাসের চাকায় পিষ্ট হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিক্ষার্থীদের করুন এ মৃত্যুর ঘটনা ওই এলাকার সাধাণ মানুষের বিবেককে ব্যাপকভাবে নাড়া দেয়। এ উপলদ্ধি থেকে এলাকার যুবকরা সিদ্ধান্ত নেন, এভাবে আর কোন প্রাণ অকালে ঝরতে দেওয়া হবে না। এরপর এলাকার যুবক চাকুরিজীবী জি.এম. মনিরুজ্জামান, মসজিদের ঈমাম হাফেজ রবিউল ইসলাম প্রায় ২৫জন যুবককে উদ্বুদ্ধ হয়ে রাস্তার দু’পাশের ঝোপ-জঙ্গল পরিষ্কার করার উদ্যোগ নেন। প্রতি শুক্রবার স্বেচ্ছাশ্রমে সড়ক দুর্ঘটনারোধে ঝোপ-জঙ্গল পরিষ্কার করে হাঁটারপথ তৈরীর কাজ করেন তারা।
১৫ ফেব্রুয়ারি সকালে স্বেচ্ছাশ্রমে সড়ক দুর্ঘটনারোধে ঝোপ-জঙ্গল পরিষ্কার করে হাঁটার পথ তৈরীর কাজ পরিদর্শনকালে তাঁদের সকল কাজের সাথে একাত্মতা ঘোষণা করেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাঈদুর রহমান সাঈদ। এ সময় স্বেচ্ছাশ্রমে অংশ নেন এলাকার যুবক চাকুরিজীবী জি.এম. মনিরুজ্জামান, মসজিদের ঈমাম হাফেজ রবিউল ইসলাম, ব্যবসায়ী হাফিজুর রহমান, ইউসুফ আলী টিটু, ডাক্তার বাবলা, সাহিত্যিক রুবেল, সোহেল, কবীর, মোস্তফা, শিক্ষার্থী ফিরোজ, রেজাউল হোসেন, কৃষক আব্দুস সালাম, সোহেল, আব্দুল আজিজসহ ২৫জন যুবক। শুধু রাস্তার দু’পাশ পরিষ্কার নয়, এলাকার বাল্যবিবাহরোধ, জঙ্গিবাদ নির্মূল, মাদকমুক্ত সমাজ গঠন, স্বেচ্ছায় রক্তদান কেন্দ্র করারও পরিকল্পনা রয়েছে তাদের। পর্যায়ক্রমে কেশবপুর উপজেলাব্যাপী ১১টি ইউনিয়নে সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা মূলক কর্মকা- পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version