Site icon suprovatsatkhira.com

কেশবপুরের পাথরা-পাঁজিয়া ভায়া কৃষ্ণনগর সড়ক চলাচালের অনুপযোগী

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের পাথরা বাঁধের মাথা থেকে পাঁজিয়া ভায়া কৃষ্ণনগর সড়ক চলাচালের একাবেরেই অনুপযোগী হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগি ১০ গ্রামের মানুষ।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলার পাথরা বাঁধের মাথা হয়ে কৃষ্ণনগর দূর্গা মন্দির ভায়া ধলায়তলা মহাশ্মশান হয়ে পাঁজিয়া দূর্গামন্দির পর্যন্ত ছয় কিলোমিটার রাস্তা দিয়ে চুয়াডাঙ্গা, পাথরা, কুষ্ণনগর, বুড়–লি, মাদারডাঙ্গা, পাথরঘাটা, বাগডাঙ্গা, পাঁজিয়াসহ ১০ গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করেন। তাছাড়া ওই রাস্তা দিয়ে চুয়াডাঙ্গা কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। বর্তমানে রাস্তাটি একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার ইটের সলিং উঠে গেছে। বড় বড় গর্ত তৈরি হয়েছে। এছাড়া বেশির ভাগ জায়গায় সলিং একবারে না থাকায় বর্ষা মৌসুমে চলাচলের অবস্থায় থাকবে না। তাই ওই ছয় কিলোমিটার রাস্তা জরুরী ভিত্তিতে পাঁকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন এলাকার ভুক্তভোগী মানুষ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version