Site icon suprovatsatkhira.com

কৃষ্ণনগরে চিকিৎসক জামানের বিরুদ্ধে উপবৃত্তির টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার বালিয়াডাংগা বাজারে শিওর ক্যাশের এজেন্ট পল্লী চিকিৎসক জামানের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তবে অনিয়ম ঢাকার জন্য উচ্চ মহলে তদবীর করছে বলে জানা গেছে।
পল্লী চিকিৎসক জামানের বিরুদ্ধে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকায় গত ২৪ জানুয়ারি ‘কৃষ্ণনগরে উপবৃত্তির টাকা হতে মোবাইল ব্যাংকিংয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত ৬ ফেব্রুয়ারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মনিটরিং অফিসার দীপক কুমার বিশ্বাস সরেজমিনে তদন্ত কার্যক্রম চালান। তদন্তে পল্লী চিকিৎসক জামানের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্ত অফিসার দীপক কুমার বিশ্বাস অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন বলে জানিয়েছেন।
শিওর ক্যাশের টেরিটরি অফিসার লাভলু ও এজেন্ট খালিদ জানান টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি তাদের জানা ছিল না। এধরনের বিষয় প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শিওর ক্যাশের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিওর ক্যাশের কৃষ্ণনগর এলাকার সকল এজেন্ট বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের টাকা উত্তোলনের সময় জনপ্রতি নির্দিষ্ট হারে টাকা নিয়ে থাকেন বলে ভুক্তভোগীদের অভিযোগ। তারা বলেন, বাংলাদেশ সরকারের যুগান্তকারী পদক্ষেপ শিক্ষার্থীদের ঘরে ঘরে টাকা পৌঁছে দেয়া। অথচ স্বার্থন্বেষী এজেন্ট মহল সরকারের এ মহতি উদ্যোগকে তাদের নিজের স্বার্থ হাসিলের জন্য কাজে লাগিয়ে সরকারের প্রতি জনগণের আস্থা নষ্ট করছে। বিষয়টির আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার অভিভাবক মহল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version