Site icon suprovatsatkhira.com

কৃষ্ণনগরে ইউপির উপ-নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময়

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপির উপ-নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষ্ণনগর ইউপির হল রুমে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জামিরুল হায়দারের সভাপতিত্বে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের জনসাধারণ নিয়ে এই নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম। তিনি বলেন, বিভ্রান্তি ও গুজবে কান না দিয়ে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনে সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনের পরিবেশ সহিংসতা মুক্ত রাখার এবং নির্বাচন পরবর্তীতে জন-রায় মেনে নিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক মো. রাজিব হোসেন, রিপোটার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাওছার তুহিন, পূজা উদযাপন পরিষদের সভাপতি সনৎ কুমার গাইন, কৃষ্ণনগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্যামলী রানী অধিকারী ও কৃষ্ণনগর ইউপির সদস্যবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version