Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জ উপজেলা পরিষদের সমন্বয় সভা: জনদুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে দ্রুত উদ্যোগ গ্রহণের আশ্বাস এমপি জগলুলের

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসন (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) এর এমপি এসএম জগলুল হায়দার। সভায় নিজ নিজ দপ্তরের সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল, কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুন, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক এএসএম মাহফুজুল আলম, উপ-সহকারী প্রকৌশলী শামিমুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব পারভীন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. আব্দুর রউফ প্রমুখ।
এ সময় এমপি এসএম জগলুল হায়দার বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড যথাযথভাবে বাস্তবায়ন ও জনগণের কল্যাণে আন্তরিকভাবে ভূমিকা রাখার জন্য সরকারি কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। এছাড়াও তিনি জনদুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে দ্রুত উদ্যোগ গ্রহণ, অবৈধ ও ক্ষতিকর যানবাহন চলাচল বন্ধে ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version