Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা

কালিগঞ্জ প্রতিনিধি: ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনির সভাপতিত্বে প্রস্তুতি সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, জেলা পরিষদ সদস্য নূরুজ্জামান জামু, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাড. জাফরুল্যাহ ইব্রাহিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কৃষ্ণনগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিপালী রাণীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালনসহ শহীদ সোহরাওয়ার্দী পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version