Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে বিনম্র শ্রদ্ধায় মহান মাতৃভাষা দিবস পালন

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে মহান ভাষা আন্দোলনে অত্মোৎসর্গকৃতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শহিদ সোহরাওয়ার্দী পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বাংলাদেশ আওয়ামী লীগ এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়। পরে প্রভাত ফেরী সহকারে কালিগঞ্জ সরকারি কলেজ, রোকেয়া মনসুর মহিলা কলেজ, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। শহিদ মিনার প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version