Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জের সুরত আলি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের সুরত আলি মাধ্যমিক বিদ্যালয়ে ১৮’র আগে বিয়ে নয় প্রতিপাদ্যকে সামনে রেখে স্কুল পর্যায়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় ইউএসআইডির খাদ্য নিরাপত্তা কার্যক্রম ও ‘নবযাত্রা’ পকল্পের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক হযরত আলির সভাপতিত্বে ও নবযাত্রার জেন্ডার অফিসার বন্ধন মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সবেক ইউপি চেয়ারম্যান জিএম সুরত আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম গোলাম ফারুক, ম্যানেজিং কমিটির সদস্য আহম্মাদ কবির, নাসির উদ্দীন, সহকারি প্রধান শিক্ষক ফজলুর রহমান। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন আবুল হোসেন, শিক্ষার্থীদের মধ্যে ৮ম শ্রেণির ছাত্রী স্বপ্না, ৭ম শ্রেণির ছাত্রী রহিমা খাতুন প্রমুখ।
এসময় বাল্য বিয়ের কুফল সম্পর্কে তুলে ধরে বক্তারা বলেন, অপ্রাপ্ত বয়সে বিয়ে হলে সেই দম্পতির স্বাস্থ্য ঝুঁকি, অপুষ্ট সন্তান প্রসব, মা ও শিশু মৃত্যুর ঝুঁকি, দাম্পত্য জীবনে একে অপরের সাথে বোঝাপড়ার অভাব যা কোন কোন ক্ষেত্রে বিচ্ছেদে গড়ায়। এজন্য অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে না দেয়ার জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানানো হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version