Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় তেলবাহী ট্রাংকারের চাকায় পিষ্ট হয়ে আবু রায়হান কাফি (১২) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের যশোর-সাতক্ষীরা মহাসড়কের কলারোয়া প্রি-ক্যাডেট স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু রায়হান কাফি (১২) সদর উপজেলার ধুলিহর গ্রামের মহিদুল ইসলামের ছেলে ও স্থানীয় এক হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র।
নিহতের চাচা জানান, কাফি তার বোনের বাড়ি বাগাচাড়া থেকে ওয়াজ মাহফিল শুনে তার খালাতো ভাইকে নিয়ে খালার বাড়ী রামেরডাঙ্গা গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে কলারোয়া প্রি-ক্যাডেট স্কুলের সামনে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রাংকার সামনে থেকে ধাক্কা দেয় এবং ট্রাংকারের চাকায় পিষ্ট হয়ে সেখানেই তার মৃত্যু হয়। তার সাইকেলে থাকা খালাতো ভাই সাইকেল থেকে ২০ গজ দূরে ধাক্কা লেগে পড়ে যেয়ে সামান্য আহত হয়।
কলারোয়া থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক ট্রাংকারটি ধরা সম্ভব হয়নি। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version