Site icon suprovatsatkhira.com

কবিতা: ২৩ ফেব্রুয়ারি ২০০২

সে দিন আন্দোলিত শাখার ন্যায় দুলে ছিল মন,
পৃথিবীর তাবৎ সস্তি এবং খুশীর ফাল্গু ধারায় সিক্ত জীবনে
নেমে ছিল বর্ণালী উচ্ছ্বাস-বসন্ত বাতাসে ফুলে ফুলে দুলে দুলে
প্রজাপতির দল স্বর্গ মর্ত করে বিচরণ
ডানার শব্দে বাতাসের কানে বলে ছিল স্বাগতম অনাগত দিনের অতিথি!
বহু দিনের প্রতীক্ষা শেষে তৃষ্ণাত্ম জীবনে শ্রাবণের ধারার মতো-
অঝোর বারি ধারা, তপ্ত দিনের শেষে শীতল সমীর প্রবাহ,
¯িœগ্ধ রাত্রির নীরবতা ভাঙা মোহময় সুর,
অবিরত রঙের ধারায় রচিত উপাখ্যান-
আমাদের জীবন জুড়ে এমনি বাস্তবতা মিলে মিশে একাকার।
হাত বাড়িয়ে ধরি তুল তুলে শরীর-সদ্য প্রস্ফুটিত গোলাপের পাঁপড়ি,
বিধাতার কাছে অবনত মস্তকে বলে উঠি তোমার দানে ধন্য হলাম।
সে দিন অপেক্ষা ছিল ক্ষণে ক্ষণে অনন্তকালের মতো
সুদূরের পানে চেয়ে- দিন রাত্রির মাঝে ব্যবধান ভুলে
কখন আসবে তুমি? আমাদের আঙিনা জুড়ে ছোট্ট পায়ের শব্দে
মুখরিত হবে চারিপাশ!
অবশেষে সব অপেক্ষা-প্রতীক্ষার অবসান হলো-আলোকিত হলো ধরাতল
আমাদের কোল জুড়ে এলো কাক্সিক্ষত জন চক্ষু করে শীতল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version