Site icon suprovatsatkhira.com

কবিতা: স্বপ্নিল পথচলা

নিরাপদ হোক সহজ হোক স্বপ্নিল পথচলা,
দুর্ঘটনা এড়িয়ে চলি এই আমাদের বলা।
কোনঠাসা শহরে ব্যস্ত মানুষ অতি,
তাড়াতাড়ি যেতে গিয়ে নিজের করেছে ক্ষতি।

নগরপিতার দূরদর্শিতায় রাস্তা হয়েছে ভালো,
নতুন জীবন পেয়েছি মোরা প্রাণে আশার আলো।
ট্রাফিক আইন মেনে নিয়ে সাবধানেতে চলি,
দুর্ঘটনা এড়িয়ে যেতে আজ সবাইকে বলি।

বাইপাস সড়ক হয়েছে মোদের নিরাপত্তার লাগি,
নিরাপদে চলবো মোরা আল্লাহর কাছে মাঙি।

ডিসি মহোদয়ের প্রাণের শহর
সাতক্ষীরা সেঁজেছে বুঝি বউ,
নতুন পাতার ফাকে ফাকে
বাসা বেঁধেছে বনের পাখি কেউ।
ইতোপূর্বে স্বকাশে কেউ দেখেনি প্রাণ সায়ের,
কত মহান কত উদার ঘুমান্ত তরীর নায়ের।
রাস্তাঘাট ব্রিজ কার্লভাট হয়েছে এখানে অনেক,
যানজট নাই কোলাহল নাই সময় বেঁচেছে ক্ষণেক।

দুর্ঘটনায় কত প্রাণ চলে গেছে না ফেরার দেশে,
চাইনা আর দুর্ঘটনা-বলি প্রাণে আবেগ মিশে।
উন্নয়নের নতুন জোয়ারে হাসছে আমার দেশ,
জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version