Site icon suprovatsatkhira.com

কবিতা: শূন্য শহর

পাবার আকুতি আর নাপাবার কষ্ট
এ দুয়ারের মাঝের ব্যবধান কতটুকু
হয়তো এক সমুদ্র আকাশের মতো,
অথবা সমান্তরাল কোনো রেলপথ
যার শুরুটা সবাই ছুঁতে পারলেও শেষটা আজও এক রহস্য।
সময়ের স্রোতে ভাসিয়ে নিয়ে যাবে এমন লক্ষ আকাশ
কালের গর্ভে বিলীন হবে এমন হাজার অপূর্ণতা।
জন্ম নেবে নতুন শহর, জীবন, সভ্যতা,
শুধু আমার শহরের একটা গলিতে
কখনো কেউ আসবে না
আমার বাড়ির একটা ঘর আজন্ম শূন্য পড়ে থাকবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version