ফেব্রুয়ারি ২৫, ২০১৯
কবিতা: রক্তাক্ত ২১ শেখ আলী আকবার সম্রাট
রক্তে রাঙানো ২১-তুমি সুখের সরিৎ তড়িৎ বেগে মুক্ত মায়ের মুখে হাসি শহীদ স্মৃতি মাতৃভাষা আন্দোলনে উঠছে ফুসে জয় বাংলা মুক্তস্বাধীন তারপরেও দুঃখ আমার চলছে শাসন কোর্ট কাচারি রফিক, শফিক, রক্তে কেনা আজ বাতাসে ভাসছে কথা চাইনা আমি বাংলাতে আর উর্দু ছিলো শত্রু আমার আকাশ আজই আঁধার কেন ২১ আসে দূরাকাশে সূত্র ভাষা যুদ্ধ আশা রাজপথে ওই রক্তঝরা চোখের পাতায় তবুও কেমন মায়ের ভাষা তবুও কেমন 8,570,771 total views, 9,476 views today |
|
|