একুশের ভোরে ব্যথাতুর অন্তরে
ভাষা শহিদের স্মরি,
বাংলা ভাষা অর্জনে পাক ভাষা বর্জনে
কতো গৌরব করি।
একুশ আসে ফেব্রুয়ারিতে
কতো বেদনা নিয়ে,
শ্রদ্ধা ভরে স্মরি তারে
হৃদয় কাড়া ভালোবাসা দিয়ে।
একুশ মানে অহংকার
একুশ মানে ব্যথা,
একুশের দিনে মনে পড়ে
কতো অজস্র কথা।
তাইতো বাঙালি একুশ বরে
ফুলেল শুভেচ্ছায়,
প্রভাত ফেরির গানে গানে
শহিদ মিনারে যায় নাঙ্গা পায়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/