Site icon suprovatsatkhira.com

কবিতা: ভালবাসা আমায় স্বাধীনতা দিল

এতদিনে বুঝলাম কি সুখ আছে ভালবাসায়
ভালবাসা এল অশত্থ তলের ছায়া হয়ে,
সে যে এল বড় অবেলায়।
এই তো জানলাম প্রেম যে এক সম্মোহনী শক্তি
গোলাপের কাঁটায় জর্জরিত রাঙা রঞ্জন রক্তি,
মন্ত্রমুগ্ধ হয়ে দুটি মন এক হল
দুটি দেহ একাকার হয়ে গেল
অগ্নি শিখায়, কণ্টক বিছানায়
কাঁচের গুড়াকে করে পাপড়ী,
নববধূর পতি বন্ধনে বাসরে বৃষ্টি ঝরল,
প্রেম রসে স্রোতস্বিনী স্রোতে ভেসে গেল
সারা রাত্রে অঝোর ধারায় মধু বর্ষণ হল,
ভালবাসার পরম ক্ষুধা পেখম ছেঁড়ে এল
রসের হাড়ি নিঃশেষ হল, নিঠুর সেই ক্ষুধায়
সে যে এল বড় অবেলায়।।
প্রেমিক চিত্ত হল মুক্ত
জড় দেহ-ঘর হতে
চিত্তের মন্দিরে অক্ষয় হল পূজনীয়
পূজার অর্ঘ মালা চির যৌবনা হল
পুষ্প পাপড়ী হল চির নব ফুটন্ত
ভালবাসার নেই কোন অন্ত,
ঘরের ছাঁদ বিস্তৃত হয়ে হল মহাকাশ সম
ক্ষণিক জীবন প্রসার হয়ে হল ক্ষণজন্মা
নিঠুর এ ভূবন তাদের কাছে হল স্বর্গ সম
যেথায় সেথায় সংগমে মেলে সবার দৃষ্টি অন্তে
প্রেম দেব বিভেদ ঘুচাল প্রেমিক দুটি সত্ত্বায়
সে যে এল বড় অবেলায়।।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version