Site icon suprovatsatkhira.com

কবিতা: প্রাণের কবি আল-মাহমুদ

তোমার প্রিয় পাখির কাছে ফুলের কাছে রোজ
মাতাল হয়ে ছুটে আসি নিতে তোমার খোঁজ,
পর্বত-গিরি সাগরে আর তিতাস নদীর কুলে
সকাল-বিকেল খুঁজি তোমায় দিন-দুনিয়া ভুলে।
লতা-পাতার ভিড়ে খুঁজি দোয়েল পাখির শিসে
তুষার ভেজা ঘাসে তুমি হয় তো আছো মিশে,
শহরের ওই দালান কোঠার প্রতি ফাঁকে-ফাঁকে
অ¤্রফুলের মাঝে খুঁজি শালিক যেথায় ডাকে।
আকাশ বাতাস মৃত্তিকাতে খুঁজি দু-চোখ মেলে
প্রাণের কবি আল-মাহমুদ কোথায় তুমি গেলে,
হাটে খুঁজি মাঠে খুঁজি-খুঁজি পাড়া গায়
উদম হাওয়ার কাছে শুনি কোথাও তুমি নাই।
এ দিক-ও দিক ঘুরে ফিরে হই যে দিশেহারা
দুই চোখেতে নামে তখন অথই জলের ধারা,
নীরব হয়ে ছবির মতন যখন বসে রই
শূন্যে ভাসা মেঘের সনে তোমার কথা কই।
চিত্তে তখন বেজে ওঠে স্বজন হারা শোক
ব্যাকুল এ মন তোমায় পেতে বাড়ায় নিজের ঝোঁক,
অধম আমি হৃদয় সপে তোমার চরণ চুমি
খুঁজবো কোথায় প্রিয় কবি-প্রাণে আছো তুমি।।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version