তোমার ব্যক্তিগত জিপসি বাগানে
আটপৌঢ়ে পালক পরা কোন দাঁড়কাক ছিলো না,
শহরের ব্যস্ততম সড়কের মত পথিক বৃক্ষের ভীড়ে
কোথাও পাতারা কেবল পড়ে আছে আদি সংসারের লোভে।
আমার বেলকনিতে অবশ্য এককাপ ‘র’ চা আর আমি
শালিক দম্পতিও চলে গেছে সংসার টেকেনি বলে, নিঃসন্তান একদিন।
অ্যাপার্টমেন্ট থেকে স্টেট তাকালেই দৃশ্যমান তোমার বাগানটি
আমি সেখানে কোথাও কখনো নির্মল আলো দেখিনি,
সব মৌসুমই পরিচর্চাহীন।
হঠাৎ একদিন পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম ‘মালি চাই’।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/