একুশ তুমি রং-তুলি
মোর হৃদয়ের কালি,
একুশ তুমি রক্তের দাগ
মায়ের মুখের বুলি।
একুশ তুমি আশার আলো
সামনে চলার শক্তি,
একুশ তুমি গৌরব-গাঁথা
ভুল নয় একরক্তি।
একুশ তুমি মজলুম জনতার-
প্রতিবাদের গর্জন,
একুশ তুমি হটিয়ে শত্রু
করেছো ভাষা অর্জন।
একুশ তুমি শোষক তাড়ানো
পাগল করা বাণ,
একুশ তুমি স্বাধীনতার বীজ
একাত্তরের ধান।
একুশ তুমি বাংলার বীর;
রফিক, শফিক, সালাম,
একুশ তুমি অমর চেতনা
রক্তে কেনা নাম।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/