Site icon suprovatsatkhira.com

কবিতা: একুশের চাওয়া

ফেব্রুয়ারির একুশ এলেই
রক্তে জাগে ঢেউ,
আচ্ছা এমন হয় কেন ভাই
বলতে পারো কেউ?
একুশ এলেই মনের মাঝে
রাগ যত হয় জমা,
বাংলা ভাষার বিরোধীদের
করবো নাকো ক্ষমা।
বাংলা ভাষার জন্য একুশ
আছে গাঁথা বক্ষে,
একুশ এলেই বাঁধনহারা
অশ্রু নামে চক্ষে।
প্রভাত ফেরীর মিছিল চলে
নগ্ন পায়ে পায়ে,
একুশের সেই রক্ত স্নানের
ঋণের স্মৃতির দায়ে।
ভাষার জন্য যারাই দিলো
রক্তে ভিজে মাটি,
তাদের জন্য ফুলে ফুলে
বিছিয়ে দিলাম পাটি।
ভাই হারানো স্মৃতির একুশ
এলো আবার ফির,
সালাম বরকত রফিক এলো
বাংলা মায়ের নীড়ে।
ফুলে ফুলে জানাই শ্রদ্ধা
লওহে সালাম বীর,
বর্ণমালার খুঁটি দিয়ে
বেঁধে দিলাম নীড়।
একুশ তারিখ মনে পড়ে
সেই হারানো মুখ,
বর্ণমালার জন্য যারা
রক্তে ভেজায় বুক।
এই ভাষাতে কাঁদি আবার
এই ভাষাতে হাঁসি,
বাংলা তোমায় সত্যিই আমি
ভীষণ ভালোবাসি।
একুশ মানে দামাল ছেলের
ছিনিয়ে আনা জয়,
এই একুশের সকল চাওয়া
পূর্ণ যেনো হয়।।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version