Site icon suprovatsatkhira.com

কবিতা: একটুখানি

একটুখানি অন্ন পেতে-
ছুটি নিরন্তর,
ক্লান্ত কায়া, ব্যর্থ মন,
নেই’কো অবসর।
একটুখানি বস্ত্র পেতে-
পকেট পানে চেয়ে,
স্থির চক্ষু, শীতল হৃদয়,
কিছুই নাহি পেয়ে।
একটুখানি মাথা গুঁজতে-
এদিক সেদিক ঘুরে,
ক্ষত পদ, ভারি অন্তর,
বেদনার ঘোরে।
একটুখানি শিক্ষা পেতে-
শিক্ষক মহোশয়ের দ্বারে,
অতৃপ্ত মন, হতাশার ধোঁয়া,
অন্তঃসারশূন্য স্যারে।
একটুখানি সেবা পেতে-
গেলাম বৈদ্যের কাছে,
বাড়ল ব্যাধি, হলাম কাতর,
মৃত্যু যেন পাছে।
একটুখানি, একটুখানি
পাবো তোমায় কবে?
দিনগুলো মোর হেলায় কাটে,
শুধুই সুদিন জপে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version