Site icon suprovatsatkhira.com

কবিতা: অভিসম্পাত

দূরাঞ্চলে দেখিবে- প্রিয়া,
আমায় তুমি খুঁজবে।
বিচলিত হয়ে উঠবে তুমি-
মায়ার জলে ভাসবে।
অতীত বেদনায় ভাসিবে তুমি-
কল্পোলোকে বুঝবে।
মৃদু কম্পনে অধোরে-
গণ্ডা দুই বারী কপোলে-
অঞ্চল তুলে মুছিবে- প্রিয়া,
বুঝবে,
তখন বুঝবে!

সাঁঝের বেলায় সন্ধ্যা তাঁরা,
শশীকে ডেকে তুলবে।
একটু খানি আনমনা- প্রিয়া,
বুঝবে,
তখন বুঝবে!
নিশীত রাত্রে হঠাৎ জেগে-
কাঁদবে তুমি আমায় ভেবে,
স্বপ্নের দেশে ঘুরে এসে,
বসবো আমি বুকটা ঘেসে,
শূন্য শয়নে রইবে- প্রিয়া,
বিরহেতে নয়ন বুজবে।
বুঝবে,
তখন বুঝবে!
ছবি আমায় বুকে রেখে-
পাহাড়, সাগর, আকাশ চিরে-
মরুঞ্চলের বালু খুড়ে,
অঝোর ধারায় কেঁদে-কেঁদে
বুঝবে,
তখন বুঝবে!

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version