Site icon suprovatsatkhira.com

এমপিও’র দাবিতে আন্দোলনে যাচ্ছে অনার্স-মাস্টার্সের ননএমপিও শিক্ষকরা, ৩ মার্চ মানববন্ধন

EXIF_IMG

ডেস্ক রিপোর্ট: এমপিও’র দাবিতে আগামী ৩ মার্চ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মনববন্ধন করবে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতি। এ মানববন্ধন সফল করার লক্ষ্যে সাতক্ষীরায় প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা সিটি কলেজে সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি কলেজের শিক্ষকদের নিয়ে গঠিত এ সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি নেকবর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকরা সমাজ গড়ার কারিগর। আগামী প্রজন্মকে সুনাগরিক এবং মানুষের মত মানুষ করে তুলতে শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সমগ্র বাংলাদেশের বেসরকারি কলেজসমূহের অনেক শিক্ষক আছেন যারা দীর্ঘদিন যাবৎ বেতন-ভাতা ছাড়াই শিক্ষাদানের মত মহৎ কাজ করে যাচ্ছেন। সেসব শিক্ষকদেরও তো পরিবার আছে। পরিবার পরিজন নিয়ে তাদেরও সুখে শান্তিতে থাকতে ইচ্ছে করে। কিন্তু বেতন-ভাতা না পেয়ে তারা খুব কষ্টে দিনাতিপাত করছে।
সারাদেশের সকল বেসরকারি কলেজের সব নন এমপিও শিক্ষকদের মানববন্ধনে যোগদানের আহবান জানিয়ে তিনি বলেন, আগামী ৩ মার্চ আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা আবারো এমপিওর জোর দাবি জানাবো।
সভায় সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক পবিত্র কুমার মন্ডল, খুলনা বিভাগীয় কমিটির সভাপতি গাজী মোফাজ্জেল হোসেন প্রমুখ। আরও বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিটির সহ-সভাপতি মিহির কুমার মন্ডল, যুগ্ম সম্পাদক শ্রীপতি রায়, সাতক্ষীরা জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি রাসেল আহমেদ প্রমুখ।
সভায় সকল কলেজ পর্যায়ে কমিটি গঠন, কমিটির প্রত্যেকটি শাখাকে সক্রিয় এবং শক্তিশালী করা, নন এমপিও অনার্স-মাস্টার্স পর্যায়ের সকল শিক্ষককে ঐক্যবদ্ধ করা এবং ৩ মার্চের আগে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version