Site icon suprovatsatkhira.com

অন্তঃসত্ত্বা গৃহবধূ আখি বসুর ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার ব্রহ্মরাজপুরের অন্তঃসত্ত্বা গৃহবধূ আখি বসুকে হত্যার প্রতিবাদ ও ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আখি বসুর বাবার বাড়ি যশোরের কেশবপুরের গড়ডাঙ্গা গ্রামের সাধারণ মানুষ এই মানববন্ধন করে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, আখি বসুকে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিয়ে দেওয়ার পর থেকে তার উপর নির্যাতন চালাতো স্বামী অরুপ বোস। একই সাথে শ^শুর এসকে বোস তাকে প্রায় কুপ্রস্তাব দিতো। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত ১২ ফেব্রুয়ারি তাকে শ্বাসরোধ করে হত্যার পর গালে বিষ ঢেলে দিয়ে সিলিং ফ্যানে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার দেয় তারা।
এ সময় বক্তারা তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ আখি বসুর ঘাতকদের ফাঁসির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আখি বসুর বাবা কেশবপুরের গড়ডাঙ্গা গ্রামের গোবিন্দ চন্দ্র বসু, ভাই তন্ময় বসু, গড়ডাঙ্গা গ্রামের অভিজিৎ বসু, মুক্তিযোদ্ধা রইচউদ্দিন, অর্পনা বিশ্বাস, হরিচরম সরকার, সুপ্রভাত বসু, রফিকুল ইসলাম, নিজামউদ্দিন প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version