Site icon suprovatsatkhira.com

অগ্রণী ব্যাংক সুন্দরবন শাখার উদ্যোগে কৃষক ও বর্গাচাষীদের মধ্যে কৃষিঋণ বিতরণ

স.ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী: অগ্রণী ব্যাংক লিমিটেড, সুন্দরবন শাখা, সাতক্ষীরার উদ্যোগে “প্রকৃত ক্ষুদ্র কৃষক ও বর্গাচাষীর মধ্যে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুুুুধবার (১৩ ফেব্রুয়ারি) সুন্দরবন শাখার ব্যবস্থাপক হাফিজ আল আসাদের সভাপতিত্বে শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনে কৃষিঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান সিরাজুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, অগ্রণী ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্যালয়ের এসপিও জিল্লুর রহমান, বনশ্রী শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম, বনশ্রী শিক্ষা নিকেতনের প্রাক্তন প্রধান শিক্ষক ইয়াকুব আলী, হরিনগর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুসলিমা পারভীন, ইউপি সদস্য জনাব জি এম ফজলুল হক, ইউপি সদস্য মিসেস সেলিনা সাঈদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহসহ অনষ্ঠানে স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা অগ্রণী ব্যাংক লিমিটেড সুন্দরবন শাখার বিতরণকৃত কৃষি ঋণের বিষয়ে শাখা কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মপরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন। কৃষকবৃন্দ উল্লেখ করেন যে কৃষি ঋণ পেতে তাদের কোন প্রকার হয়রানির শিকার হতে হয়নি। শাখা ব্যবস্থাপক কৃষকদের যে কোন প্রয়োজনে তার সাথে সরাসরি যোগাযোগের পরামর্শ দেন। তাছাড়া এ এলাকায় কৃষিঋণের আদায় সন্তোষজনক হওয়ায় তিনি কৃষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে মোট ২০ জন কৃষকের মাঝে ৫ লক্ষ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়। শাখার দ্বিতীয় কর্মকর্তা রাশেদ আলী অনুষ্ঠান সঞ্চালনা করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version