Site icon suprovatsatkhira.com

৮ মার্চ মাঠে গড়াবে ১ম বিভাগ ক্রিকেট লীগ: এন্ট্রি গ্রহণ ও দল বদলের সময়সূচি ঘোষণা

ডেস্ক রিপোর্ট: আগামী ৮ মার্চ মাঠে গড়াবে ২০১৮-১৯ মৌসুমের ১ম বিভাগ ক্রিকেট লীগ। সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য ১ম বিভাগ ক্রিকেট লীগকে সামনে রেখে অংশগ্রহণকারী ক্লাব/সংস্থাকে ২ মার্চের মধ্যে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার দপ্তরে (সাতক্ষীরা স্টেডিয়াম) সম্মতিপত্রসহ দুই হাজার টাকা এন্ট্রি ফি জমা দেওয়ার আহবান জানানো হয়েছে। একই সাথে ১ম বিভাগ ক্রিকেট লীগে অংশগ্রহণেচ্ছু খেলোয়াড়দের দল বদল ও টোকেন নবায়ন সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।
এসব নির্দেশনার মধ্যে রয়েছে, খেলোয়াড়দের দুই কপি স্ট্যাম্প সাইজের ছবিসহ স্ব-শরীরে উপস্থিত থেকে ২৬-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দল বদল করতে হবে। নতুন/নবায়ন টোকেন ফি ৫০/- (পঞ্চাশ) টাকা, রেজিস্ট্রেশন ফরম প্রতিটি ২০/- (বিশ) টাকা। ক্লাব/সংস্থার রেজিস্ট্রেশন ও টোকেন ২০১৮-১৯ সনের জন্য (ছবিসহ) যথানিয়মে সম্পন্ন করে আগামী ৫ মার্চ দুপুর ২টার মধ্যে জমা করতে হবে। ০১টি দলে সর্বোচ্চ ২৫জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে, ৫ মার্চ ১৫জন এবং খেলা শুরুর ২৪ ঘণ্টার মধ্যে ১০জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে। পরবর্তী তথ্য ও কার্যক্রম ১ম বিভাগ ক্রিকেট লীগ শুরুর পূর্বে অবহিত করা হবে বলে রোববার ১ম বিভাগ ক্রিকেট কমিটির সম্পাদক ইদ্রিস আলী বাবু প্রেরিত এক পত্রে জানানো হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version