ফেব্রুয়ারি ৮, ২০১৯
স্মরণ: রউফ বুক ডিপোর সেই আড্ডা সুভাষ চৌধুরী
বেশ পুরনো দিনের কথা। সাতক্ষীরা শহরে কমপক্ষে চারটি স্থানে নিয়মিত আড্ডা বসতো। দিনে দুপুরে রাতে। এই আড্ডা হলো মোতালেব ভাইয়ের আহমাদিয়া প্রেসের আড্ডা। ফজলুর রহমান স্যারের জাহান প্রেসের আড্ডা। মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান মোজাহার সাহেবের বৈঠকখানার আড্ডা। আর অ্যাড. আবদুর রউফের রউফ বুক ডিপোর আড্ডা। এর মধ্যে মোজাহার সাহেবের বৈঠকখানার আড্ডা বাদে অবশিষ্ট তিন আড্ডা প্রতিষ্ঠানের বাণিজ্যিক বিষয় ছিল পুস্তক ব্যবসা, স্কুলের প্রশ্নপত্র প্রকাশ এবং সর্বোপরি প্রিন্টিং প্রেস বা ছাপাখানার ব্যবসা। একই সাথে শিক্ষক সমিতির অভ্যন্তরীণ রাজনীতিও হতো এখানে। এই তিন আড্ডা এখন কিন্তু আর নেই। কোথায় যে হারিয়ে গেছে তার কোনো হদিসও মেলানো যায় না। এখানে চায়ের কাপে ধোঁয়ার সাথে নিত্য ঝড় উঠতো। বলা দরকার যে, এই তিন আড্ডার মধ্যে ব্যবসা বাণিজ্য নিয়ে এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল। তবে আমরা যারা আড্ডাবাজ ছিলাম তারা কেউই কিন্তু এই দ্বন্দ্বে জড়িত ছিলাম না। 8,549,377 total views, 16,709 views today |
|
|
|