রাইয়ান সাকিল: ৩৯তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জন্য ১৮ জনের সাতক্ষীরা জেলা দল ঘোষণা করা হয়েছে। এ প্রতিযোগিতায় অংশ নিতে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় জেলা স্টেডিয়াম থেকে রওনা দিয়েছে সাতক্ষীরা জেলা দল।
পিরোজপুর জেলা স্টেডিয়ামে বুধবার (২৭ ফেব্রুয়ারি) শরিয়তপুর জেলার দলের মুখোমুখি হবে সাতক্ষীরা জেলা দল। এরপর শুক্রবার (১ মার্চ) পঞ্চগড়ের বিপক্ষে লড়বে তারা। পরবর্তী ম্যাচ মঙ্গলবার (৫ মার্চ) হবিগঞ্জের মুখোমুখি হবে সাতক্ষীরা জেলা।
সাতক্ষীরা জেলা দলের কোচের দায়িত্ব পালন করছেন ইকরামুল ইসলাম লালু এবং দলের ম্যানেজারের দায়িত্বে আছেন জয়নুল আবেদিন জসি।
সাতক্ষীরা জেলা দল: তানভীর, জাবিদ, রাসেল, বলরাম, ফারুক, তারেক, রানা, অর্ক, নিজন, সোহেল, আরিফ বিল্লাহ আশিক ও অনি। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে দলে জায়গা পেয়েছেন লিটু, জাকির, নিশিত ও রবিউল।